প্রকাশিত: Mon, Jun 12, 2023 11:08 PM
আপডেট: Mon, Apr 28, 2025 11:53 PM

বিশ^কাপে ভারত-পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের ম্যাচ ১৯ ও ৩১ অক্টোবর

সাঈদুর রহমান: চলতি বছর অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এখনো সূচি চূড়ান্ত না হলেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) বিশ্বকাপের জন্য একটি খসড়া সূচি ইতোমধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে পাঠিয়েছে। তাতে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান ও ভারতের ম্যাচের দিনক্ষণ উল্লেখ করা হয়েছে। সেখানে বাংলাদেশের বড় দুটি ম্যাচের সম্ভাব্য দিনক্ষণ জানা গেছে। আগামী সপ্তাহের শুরুতেই ঘোষণা করা হতে পারে চূড়ান্ত সূচি। সূত্র: ক্রিকইনফো

খসড়া সূচি অনুযায়ী বাংলাদেশের সঙ্গে ভারতের ম্যাচটি হবে ১৯ অক্টোবর পুনেতে। এছাড়া পাকিস্তানের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের ম্যাচ আগামী ৩১ অক্টোবর।

বিশ্বকাপে মূলপর্বে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া, বাছাইপর্ব থেকে আরো দুটি দল মূলপর্বে যুক্ত হবে। জিম্বাবুয়ের মাটিতে এই বাছাইপর্বে ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক দল ছাড়াও নেপাল, ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডস ও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ড, ওমান, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপ থেকে ৩টি করে মোট ৬টি দল খেলবে সুপার সিক্সে। সেখান থেকে শীর্ষে থাকা দুই দল চলে আসবে মূলপর্বে। আগামী ১৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে বাছাইপর্ব।     

এর আগে পাকিস্তানে এশিয়া কাপ হওয়া কথা থাকলেও দেশটিতে ভারত যেতে না চাওয়ায় বিপাকে পড়ে পিসিবি। এর জবাবে বিশ^কাপ বয়কটের হুমকি দেয় পাকিস্তান। দুই দেশের বাকযুদ্ধে এশিয়া কাপ ও বিশ^কাপের সূচি প্রকাশ করতে বিপাকে পড়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং আইসিসি। তবে সব নাটকীয়তা শেষে বিশ^কাপের খসড়া সূচি প্রস্তুত করেছে বিসিসিআই। 

জানা গেছে, বিসিসিআইয়ের খসড়া সূচিতে ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কেননা, লাখের বেশি ধারণ ক্ষমতাসম্পন্ন মাঠটিতে হাই-ভোল্টেজ ম্যাচটির অধিক মুনাফা তুলতে চায় আয়োজক। 

জানা গেছে, ভারত তাদের বাকি ৮টি ম্যাচ ৮টি ভিন্ন ভেন্যুতে খেলবে। তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে চেন্নাইয়ে। সম্পাদনা: তারিক আল বান্না